চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটে নির্বাচিত শিক্ষক প্রতিনিধি নেই। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহজেই নানা অনিয়ম করে পার পেয়ে যাচ্ছে। এ অবস্থায় সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হলে শীতকালীন ছুটির পর আন্দোলনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ বিষয়ে সমিতির পক্ষ থেকে গত বৃহস্পতিবার উপাচার্য বরাবর চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) ছাড়া ১৪ পদের মধ্যে চবি সিন্ডিকেটে শিক্ষক নির্বাচিত বিভিন্ন ক্যাটাগরির ছয়জন প্রতিনিধিসহ আটটি পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন আগে মেয়াদোত্তীর্ণ হওয়া সত্ত্বেও অপর দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এ কারণে সিন্ডিকেটে দীর্ঘদিন ধরে চরম ভারসাম্যহীন পরিস্থিতি বিরাজ করছে, যা বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর মূলনীতির পরিপন্থি।
চিঠিতে বলা হয়, শিক্ষক প্রতিনিধির পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ ও পদোন্নতি বোর্ডসহ বিভিন্ন ইস্যুতে শিক্ষা, গবেষণা এবং শিক্ষকদের স্বার্থ সংরক্ষণ হচ্ছে না। সম্প্রতি বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগসহ নানা ক্ষেত্রে ব্যাপক অনিয়মের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
জ্যেষ্ঠতা লঙ্ঘন করে সিন্ডিকেট সভায় অনেককে পদোন্নতি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে চিঠিতে। শিক্ষকদের পদোন্নতি বোর্ড ছাড়াই আগামীকাল আবারও সিন্ডিকেট সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ অবস্থায় সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হলে শীতকালীন ছুটি শেষে শিক্ষক সমিতি কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। প্রশাসনের বিরুদ্ধে শিক্ষকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তোলা হয়েছে চিঠিতে।