একাডেমিক জট নিরসন ও স্থায়ী শিক্ষক নিয়োগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে তালা দিয়ে আন্দোলন করেছে ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সাইন্স বিভাগ।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে আন্দোলন করতে দেখা গেছে।
চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেরাব হোসেন বলেন, 'আমাদের বিভাগের যাত্রা শুরু হয়েছে আজ থেকে আট বছর আগে কিন্তু এখন পর্যন্ত বিভাগ থেকে একটা ব্যাচও বের হতে পারে নাই। এছাড়াও আমাদের কোন স্থায়ী ভবন নেই, শিক্ষক নিয়োগ নেই। আমাদের বর্তমানে ভাসমান ভাবে ক্লাস এবং পরীক্ষা দিতে হয়। আমরা অনতিবিলম্বে এগুলোর অবসান চাই।'
১৯-২০ সেশনের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান নাঈম এ সম্পর্কে বলেন, 'আমাদের একটা ভবিষ্যৎ আছে। অথচ এখন পর্যন্ত আমরা বিভাগের জট নিয়ে পড়ে আছি। বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে যে আমরা এখানেই জীবনটা কাটিয়ে দিচ্ছি। তারা কি আমাদের চাকরির বয়স বাড়িয়ে দিবে।'