দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : বাংলাদেশ, ভারত, চীন, ফিলিপাইন, থাইল্যান্ড এবং লাওসসহ এশিয়ার বিশাল অংশজুড়ে বিরাজ করা চরম তাপপ্রবাহের কারণে বেশ কয়েকটি দেশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।
এপ্রিলের এই ভয়াবহ তাপপ্রবাহে কোথাও কোথাও থার্মোমিটারের পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াসে উঠছে। প্রাণহানির খবরও পাওয়া যাচ্ছে বিভিন্ন দেশ থেকে। এই অঞ্চলের দেশগুলো স্বাস্থ্য সতর্কতা জারি করেছে।
বাংলাদেশ সরকার গতকাল শনিবার ঈদের ছুটির পর আরো সাতদিন স্কুল বন্ধের মেয়াদ বাড়িয়েছে। মুসলমানদের সবচেয়ে বড় উৎসবের পর আজ রোববার থেকে স্কুল খোলার কথা থাকলেও সরকার শনিবার জানায়, স্কুলগুলো ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।
চরম তাপপ্রবাহের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মহারাষ্ট্র এবং বিহারসহ বেশ কয়েকটি রাজ্য সরকার স্কুল বন্ধ ঘোষণা করেছে।
ফিলিপাইনে প্রায় চার হাজার স্কুল তাপমাত্রা সূচক ৪২ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করার পর বন্ধ ঘোষণা করা হয়েছে।