সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি বাস্তবায়নে আশানুরূপ ফল না পাওয়াতে নতুন কর্মসূচিতে নামছেন চাকরিতে আবেদনের বয়স ৩৫ দাবিতে আন্দোলনকারীরা। আগামী ২৯ সেপ্টেম্বর ভিক্ষার থালায় সনদ নিয়ে অবস্থান ও নিজেদের প্রতীকী খাঁচায় বন্দি করার অভিনব কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। এছাড়াও গতকাল ৬ অক্টোবর শিক্ষার্থী সমাগম ও প্রধানমন্ত্রীর দেখা চেয়ে গণভবন অভিমুখে পদযাত্রার ঘোষণা করেছে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক শরিফুল হাসান শুভ।
শরিফুল ইসলাম শুভ বলেন, লাগাতার কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আগামী ২৯ সেপ্টেম্বর ৩০ উর্ধ্ব বাতিল সনদ ভিক্ষার থালায় নিয়ে অবস্থান এবং প্রতীকী খাঁচায় বন্দি হয়ে অভিনব কর্মসূচি পালন করবো। আগামী ৬ অক্টোবর সকাল ১১ টায় শিক্ষার্থী সমাগম ও শিক্ষার্থী সমাগম শেষে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে গণভবন অভিমুখে পদযাত্রার ডাক দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, দশ হাজার শিক্ষার্থী নিয়ে গণমানুষের যে ভবন সেই ভবনে আমরা যাব। প্রধানমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করব, হাজার হাজার তরুণদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব না। আমরা আশা করি আপা আমাদের কথা শুনবেন এবং দাবি মেনে নিয়ে দ্রুত রাজপথ থেকে পড়ার টেবিলে ফিরে নিয়ে যাবেন বলে আমাদের প্রত্যাশা।
তাঁদের দাবিগুলো হলো, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করা, অবসরে বয়সসীমা বৃদ্ধি, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল’ কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপন।