চারটি মন্ত্রণালয়ে নতুন সচিব পদায়ন দেয়া হয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব পদায়ন দেয়া হয়েছে। একইসঙ্গে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন সচিব পদায়ন দেয়া হয়েছে।
মঙ্গলবার এ চার মন্ত্রণালয় ও পিএসসিতে নতুন সচিব পদায়ন দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জানা গেছে, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের নতুন সচিব হিসেবে পদায়ন পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মাৎ হামিদা বেগম। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব হয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমান।
পিএসসির সচিব মু. আ. হামিদ জমাদ্দারকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। আর বগুড়ারর পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচাল খলিল আহমদকে পদোন্নতি দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন দেয়া হয়েছে।
আর পিএসপির সচিব পদে পদায়ন পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ।
রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।