দৈনিকশিক্ষাডটকম, পটুয়াখালী : পটুয়াখালী-৪ আসনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষকের বিরুদ্ধে ঈগল প্রতীকের উঠান বৈঠকে বক্তব্য প্রদানসহ সাধারণ ভোটারদের স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকে ভোট দিতে ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।
উপজেলার টিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. হাবিবুর রহমান দলীয় কার্যালয়ে এ বিষয়ে লিখিত অভিযোগের দেন। পরে আজ শুক্রবার বিকেলে ওই চার শিক্ষকের বিরুদ্ধে সহকারী রিটার্নিং অফিসারকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযুক্ত শিক্ষকরা হলেন, পশ্চিম টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল শিকদার, পূর্ব টিয়াখালী মোল্লাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন, উত্তর টিয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাচ্চু শরীফ এবং উত্তর টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল শরীফ। তদের বিরুদ্ধে ঈগল প্রতীকের উঠান বৈঠক, পথসভায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে বক্তব্য প্রদানসহ বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রতীকের সাধারণ ভোটারদের ভোট না দিতে ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ করা হয়েছে।
কলাপাড়া সহকারীর রিটার্নিং অফিসার ও কলাপাড়া ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন বলেন, 'সরকারি শিক্ষকদের চাকরি বিধিমালা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের সত্যতা যাচাই করে ব্যবস্থা নেয়া হবে।'