দৈনিক শিক্ষাডটকম, চট্টগ্রাম : চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে ২১ এপ্রিল দুই ঘণ্টা কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), চট্টগ্রাম শাখা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়।
চিকিৎসকদের তথ্যমতে, ১১ এপ্রিল রাতে পটিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রক্তিম দাশের (২৯) ওপর হামলা করে দুর্বৃত্তরা। এ ছাড়া ১৪ এপ্রিল সকালে চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে হামলার শিকার হন সেখানকার চিকিৎসক রিয়াজ উদ্দিন শিবলু।
মানববন্ধনে ঘোষণা দেওয়া হয়, দুই চিকিৎসকের ওপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে ২১ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরকারি-বেসরকারি হাসপাতালে কর্মবিরতি পালন করা হবে। সেই সঙ্গে ২৩ এপ্রিল দিনব্যাপী বাইরের চেম্বারে রোগী দেখা বন্ধ রাখা হবে।
মানববন্ধনে চমেকের অধ্যক্ষ শাহানা আক্তারসহ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), পেডিয়াট্রিক্স ডক্টরস অ্যাসোসিয়েশন, ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন ও বেসরকারি হাসপাতাল সমিতির নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন চিকিৎসকেরা। একের পর এক হামলার ঘটনা ঘটলেও উপযুক্ত বিচার না হওয়ার কারণে তা বেড়েই চলছে। সার্বিকভাবে চিকিৎসকেরা কর্মক্ষেত্রে খুবই অনিরাপদ। চিকিৎসকদের সুরক্ষায় শক্তিশালী আইন থাকা দরকার। অবিলম্বে সব দোষীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।