চিকিৎসায় গাফিলতির দায়ে ঢাকার মোহাম্মপুরে অবস্থিত কেয়ার মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাঃ বিজয় কৃষ্ণ দাসের (বি কে দাস) রেজিষ্ট্রেশন ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। এই সময়ে তিনি কোনরূপ চিকিৎসা সেবা প্রদান করতে পারবেন না। এমনকি নিজেকে চিকিৎসক হিসাবেও পরিচয় দিতে পারবেন না।
বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমএন্ডডিসি) এক বিজ্ঞপ্তি এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে জানা যায়, মুখে আংশিক তালু কাটা অপারেশনে ১১ মাসের এক শিশু সন্তানের মৃত্যু হয়। শিশুটির বাবা ও মা ডাঃ বিজয় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বিএমএন্ডডিসিতে অভিযোগ করলে তদন্ত কমিটি গঠন করে বিএমএন্ডডিসি। তদন্তে চিকিৎসা কার্যে বিজয় কৃষ্ণ দাসের গাফিলতি প্রমাণিত হওয়ায় তার রেজিষ্ট্রেশন ছয় মাসের জন্য স্থগিত করা।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।