এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর টাকা ছাড়া মিলছে না প্রশংসাপত্র। টাকা দিতে না পারলে বা অস্বীকার করলে শিক্ষার্থীদের বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। এমন অভিযোগ চুনারুঘাট সরকারি কলেজের কম্পিউটার অপারেটর নুরুল হুদার বিরুদ্ধে।
দীর্ঘদিন ধরে এমন অনিয়ম চললেও কলেজ কর্তৃপক্ষ অভিযুক্তর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। আমু চা-বাগানের ওই কলেজের ২০২২ খ্রিষ্টাব্দে উত্তীর্ণকৃত ছাত্রী পুষ্প মুন্ডা নুরুল হুদার বিরুদ্ধে লিখিত অভিযোগ নিয়ে গেলে কলেজের অধ্যক্ষ তার অভিযোগ রেখে তাকে কলেজ থেকে বের করে দেন বলে ওই শিক্ষার্থী জানান । পরে নানা নাটকীয়তার পর তার ২ শ টাকা ফেরত দেয়া হয়।
ভুক্তভোগী ছাত্রী বলেন, আমরা সদ্য ২০২২ খ্রিষ্টাব্দে চুনারুঘাট সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছি নিয়ম অনুযায়ী আমরা ওই কলেজ থেকে এমনিতেই প্রশংসাপত্র পাওয়ার কথা অথচ কম্পিউটার অপারেটর নুরুল হুদা বেআইনিভাবে আমাদের কাছ থেকে টাকা দাবি করছেন। আমু চা-বাগানের গরিব আরেক ছাত্রী দিপা মুন্ডা জানায়, আমরা চা-বাগান শ্রমিক কষ্ট করে লেখাপড়া করি আমাদের টাকা পয়সা নেই। এইচএসসি পাশ করেছি এখন আবার কলেজের প্রসংসাপত্র নেব এতে টাকা লাগে বিষয়টি খুবই দুঃখ জনক । কলেজের অধ্যক্ষ নবী হোসেন অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন, বিষয়টি জানার পর ওই ছাত্রীর টাকা ফেরত দেয়া হয়েছে।
এবিষয়ে অভিযুক্ত নুরুল হুদা মুঠোফোনে বলেন, কোন টাকা পয়সা নেয়া হয়নি এবং তার বিরুদ্ধে ভূল তথ্য দেয়া হয়েছে দাবী করেন।