গাজীপুরের শ্রীপুরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একের পর এক চুরির ঘটনা ঘটছে। গভীর রাতে অফিসের তালা ভেঙে প্রতিষ্ঠানের ল্যাপটপ, রাউটার, প্রিন্টার, টিভি, প্রজেক্টরের মতো মূল্যবান সামগ্রী নিয়ে যাচ্ছে। গত এক মাসে তিনটি প্রতিষ্ঠানে চুরি হয়েছে প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল।
সূত্র জানায়, গত বুধবার গভীর রাতে উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া নজিবুল্লাহ দাখিল মাদরাসায় চুরির ঘটনা ঘটে। অফিস কক্ষের তালা ভেঙে প্রায় আশি হাজার টাকা মূল্যের ইলেক্ট্রনিক্স সামগ্রী নিয়ে যায়। এর আগে গত ১১ জুলাই রাতে বিন্দুবাড়ি গাউছুল আজম সিনিয়র মাদরাসায় চুরি হয়। অফিসের তালা ভেঙে নিয়ে গেছে কম্পিউটারসহ প্রায় দেড় লাখ টাকা মূল্যের বিভিন্ন জিনিসপত্র। এ ছাড়া ১৭ জুলাই রাতে উপজেলার ৫ নম্বর ধনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। চোর স্কুলের অফিস থেকে প্রজেক্টর, ফ্যানসহ প্রায় এক লাখ দশ হাজার টাকার সামগ্রী নিয়ে যায়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ, কম্পিউটারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র রয়েছে। সকল প্রতিষ্ঠানের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেই। চুরির ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা উৎকণ্ঠায় রয়েছেন।
গাজীপুর জেলা জমিয়াতুল মোদারেসিনের সাধারণ সম্পাদক মো. মানছুরুল আলম জানান, গত বুধবার রাতে তার মাদ্রসায় চুরি হয়েছে। থানায় অভিযোগ করতে গিয়েছিলেন তিনি, কিন্তু কাউকে পাননি। তাই অভিযোগ দিতে পারেননি। বিষয়টি তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অবহিত করেছেন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম জানান, প্রতিষ্ঠানে চুরির খবর তিনি পেয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে বলা হয়েছে রাতে পাহারা নিশ্চিত করতে। উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হবে।