চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয় বলেছেন, এ বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণাবান্ধব করে গড়ে তুলতে চাই।
তিনি বলেন, আমাদের সমস্যা ও দাবি-দাওয়া অনেক বেশি। সে হিসেবে আমাদের বাজেট ও অবকাঠামোগত সামর্থ্যেরও সীমাবদ্ধতা রয়েছে। সেই সীমিত সামর্থ্যের মধ্যে আমাদেরকে সমাধানের পথ খুঁজে নিতে হবে।
বুধবার চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত নবনিযুক্ত কর্মকতাদের বরণ, বিদায়ী কর্মকর্তা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সমিতির সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা সবাই মিলে চেষ্টা করলে আশাকরি সব সমস্যার ন্যায্য ও স্থায়ী সমাধান করা সম্ভব। আমি ক্যাডেট কলেজের ছাত্র ছিলাম। সে হিসেবে কঠোর নিয়ম-শৃঙ্খলা অনুশীলন করেই আমার বেড়ে উঠা। এই নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলাপরায়ণতা সবসময় খুব প্রয়োজনীয় বলে আমি মনে করি। আমরা নিয়ম-নীতির মধ্যে থেকে সামনের দিকে অগ্রসর হতে চাই।
এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম ও প্রধান বক্তা ছিলেন চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মকবুল হোসেন।