চেয়ারম্যানের পদ ছেড়েও হতে পারলেন না এমপি প্রার্থী - দৈনিকশিক্ষা

চেয়ারম্যানের পদ ছেড়েও হতে পারলেন না এমপি প্রার্থী

দৈনিক শিক্ষাডটকম, ময়মনসিংহ |

দৈনিক শিক্ষাডটকম, ময়মনসিংহ : উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের প্রার্থী হতে চেয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ। নৌকার মনোনয়নও পেয়েছিলেন।  তবে আসন সমঝোতার কারণে এ আসনটি জাতীয় পার্টিকে (জাপা) ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।  এতে দুই কূলই হারালেন আব্দুল হাই আকন্দ। এমপি প্রার্থী হওয়া হলো না তার।

প্রথমে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করলেও পরবর্তী সময়ে কেন্দ্রের নির্দেশে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এরপর পেয়েও যান কাঙ্ক্ষিত নৌকা প্রতীক। দলের এ সিদ্ধান্তকে মেনে নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ কথা বলেন।

আব্দুল হাই আকন্দ বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমার ত্যাগ স্বীকার করার অভ্যাস আছে। বাংলাদেশের বৃহৎ স্বার্থে আমি দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছি। সংবাদ সম্মেলন করার উদ্দেশ হচ্ছে মুক্তাগাছার জনগণকে সান্ত্বনা দেয়া। আমি নৌকার মনোনয়ন পাওয়ার পর থেকে মুক্তাগাছার সাধারণ মানুষ সর্বাত্মকভাবে আমার পক্ষে ছিলেন। তারা আমাকে নিয়ে নতুন আশার আলো দেখতে পেয়েছিলেন। যে কারণে তাদের আমি সান্ত্বনা দেবো। 

তিনি বলেন, আমি আগেও দলের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়লাভ করেছি। কিন্তু কখনো আওয়ামী লীগ ছেড়ে যাইনি। কারণ বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আওয়ামী লীগ ছাড়া এমন বিকল্প কোনো দল নেই।

প্রায় ছয় দশক ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে তিনি সম্প্রতি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। এ আসনের বর্তমান সংসদ সদস্য সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। দ্বাদশ নির্বাচনে তাকে বাদ দিয়ে দলীয় মনোনয়ন দেয়া হয় আব্দুল হাই আকন্দকে। এদিকে এ আসনে জাপার মনোনয়ন পেয়েছেন সালাহ উদ্দিন আহমেদ মুক্তি। ২০১৪ খ্রিষ্টাব্দে এ আসনে জাপার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

পাঠ্যবইয়ের কাগজের বার্স্টিং ফ্যাক্টর কমানোর ধান্দায় মুদ্রাকররা - dainik shiksha পাঠ্যবইয়ের কাগজের বার্স্টিং ফ্যাক্টর কমানোর ধান্দায় মুদ্রাকররা বুনিয়াদি প্রশিক্ষণ না পাওয়া শিক্ষকদের তথ্য আহ্বান - dainik shiksha বুনিয়াদি প্রশিক্ষণ না পাওয়া শিক্ষকদের তথ্য আহ্বান কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষক শূন্যপদের তথ্য সংগ্রহে ফের ই-রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha শিক্ষক শূন্যপদের তথ্য সংগ্রহে ফের ই-রেজিস্ট্রেশনের সুযোগ ববি উপাচার্যের পদত্যাগের দাবিতে আল্টিমেটাম - dainik shiksha ববি উপাচার্যের পদত্যাগের দাবিতে আল্টিমেটাম এসব কিন্তু শিক্ষার্থীদের কাজ নয় - dainik shiksha এসব কিন্তু শিক্ষার্থীদের কাজ নয় প্রাথমিকের দুই ফুটবল টুর্নামেন্টের নাম বদলে গেলো - dainik shiksha প্রাথমিকের দুই ফুটবল টুর্নামেন্টের নাম বদলে গেলো please click here to view dainikshiksha website Execution time: 0.0035841464996338