ছাত্র আন্দোলনের কমিটি থেকে পদত্যাগের হিড়িক - দৈনিকশিক্ষা

ছাত্র আন্দোলনের কমিটি থেকে পদত্যাগের হিড়িক

দৈনিক শিক্ষাডটকম, লালমনিরহাট |

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণার পর লালমনিরহাটে পদত্যাগের হিড়িক পড়েছে। শনিবার জেলা কমিটি ঘোষণা করা হয়। পরে রাতেই কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন অনেকে।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে দাবি তুলেছেন এই কমিটিতে ছাত্রলীগের কর্মীরা রয়েছেন।

তাঁরা হলেন জেলা যুগ্ম সদস্যসচিব কামরুজ্জামান সুমন, তানভীরুল ইসলাম, সায়েম আদনান অরকু, জোনায়েদ হোসেন আবির, আব্দুল্লাহ আল নোমান, মাহমুদুল হাসান আবীর, হাসান আল মোহসিন, রবিউল ইসলাম রানা ও রুবায়েদ খন্দকার প্রান্ত।

এই কয়েকজনের ফেসবুক স্ট্যাটাস থেকে পদত্যাগের এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে এই সংখ্যা ১৮–২০ হতে পারে।

এর আগে গত ২৪ নভেম্বর সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত ১১০ সদস্যের লালমনিরহাট জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে শামস্ বিন শাহারিয়ার নাঈমকে আহ্বায়ক, হামিদুর রহমানকে সদস্যসচিব ও সবুজ মিয়াকে মুখ্য সংগঠক করা হয়।

কমিটি ঘোষণার পর রাতেই অনেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস ও লাইভে বক্তব্য দেন। যা ফেসবুকে নানা সমালোচনার জন্ম দিয়েছে।

তাঁদের অনেকেই দাবি, যাঁরা আন্দোলনে কোনো ভূমিকা রাখেননি তাঁদের তদবিরের মাধ্যমে নেতা বানানো হয়েছে। অপর দিকে, অনেকেই আন্দোলনের শুরু থেকে কঠোর পরিশ্রম ও ত্যাগ স্বীকার করেও কোনো সম্মানজনক পদ পাননি। বৈষম্যবিরোধী কমিটিতেও বৈষম্যের শিকার হয়েছেন অনেকেই। তাই তাঁরা ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করেছেন।

পদত্যাগের স্ট্যাটাস দিয়ে কমিটির যুগ্ম সদস্যসচিব কামরুজ্জামান সুমন বলেন, ‘যে কমিটিতে ত্যাগীদের নাম নেই। সেই কমিটিতে নিজের নাম দেখতে চাই না। তাই স্বেচ্ছায় পদত্যাগ করেছি।’

আরেক যুগ্ম সদস্যসচিব তানভীরুল ইসলাম বলেন, ‘অগণিত সহযোদ্ধাদের কমিটিতে জায়গা দেওয়া হয়নি, অবমূল্যায়ন করা হয়েছে। সে কমিটিতে থাকতে চাই না। তাই পদত্যাগ করেছি। স্বদেশ প্রেমে পদ–পদবির প্রয়োজন হয় না।’

জানতে চাইলে লালমনিরহাট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব হামিদুর রহমান বলেন, ‘গুরুত্বপূর্ণ পদসংখ্যা কম এবং তা সবাইকে দেওয়া সম্ভব না। কেন্দ্রীয় নেতারা সমাবেশ করে গেছেন। তাঁরা যাকে যেখানে উপযুক্ত মনে করেছেন, তাকে সেই পদ দিয়েছেন।’

হামিদুর রহমান বলেন, ‘আমরা কোনো তালিকা কেন্দ্রে পাঠাইনি। লিখিত কোনো পদত্যাগপত্র না দিলেও নিজ নিজ ফেসবুকে প্রায় ১৭–১৮ জন পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে জেনেছি। বিষয়টি কেন্দ্রকে অবগত করা হয়েছে। ১১০ জনের কমিটিতে ১৭–১৮ জনের অনুপস্থিতিতে তেমন কোনো সমস্যাও হবে না। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, দীর্ঘ ১৬ বছর পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরে সারা দেশ কমিটি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি, সেই আদেশের কার্যকারিতা স্থগিত - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি, সেই আদেশের কার্যকারিতা স্থগিত অর্থনীতি নিয়ে শ্বেতপত্র শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানো উচিত: প্রধান উপদেষ্টা - dainik shiksha অর্থনীতি নিয়ে শ্বেতপত্র শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানো উচিত: প্রধান উপদেষ্টা স্কুলে ভর্তি আবেদন শেষ: ডিজিটাল লটারি ১২ ডিসেম্বর - dainik shiksha স্কুলে ভর্তি আবেদন শেষ: ডিজিটাল লটারি ১২ ডিসেম্বর ইএফটিতে বেতন: নতুন সময়সূচি এমপিও শিক্ষকদের তথ্য দেয়ার - dainik shiksha ইএফটিতে বেতন: নতুন সময়সূচি এমপিও শিক্ষকদের তথ্য দেয়ার সিডি ও নোট-গাইডের রিপোর্ট দৈনিক শিক্ষায় : গোয়েন্দা অনুসন্ধানের নির্দেশ শিক্ষা উপদেষ্টার - dainik shiksha সিডি ও নোট-গাইডের রিপোর্ট দৈনিক শিক্ষায় : গোয়েন্দা অনুসন্ধানের নির্দেশ শিক্ষা উপদেষ্টার ২১ আগস্ট গ্রেনেড হাম*লা মামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস - dainik shiksha ২১ আগস্ট গ্রেনেড হাম*লা মামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস ঘুষ চাওয়ায় পিটুনি, শিক্ষা পরিদর্শক মনিরুল আলম মাসুমকে কলেজে বদলি - dainik shiksha ঘুষ চাওয়ায় পিটুনি, শিক্ষা পরিদর্শক মনিরুল আলম মাসুমকে কলেজে বদলি কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0062768459320068