ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় কোনো অবহেলা বরদাস্ত করা হবে না। কোনো ধরণের হয়রানি বা অবহেলার খবর পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু জাফর।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে যশোর সার্কিট হাউসে আন্দোলনে আহত ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি।
আবু জাফর বলেন, শিক্ষার্থীদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে। জনগণের মুক্তির জন্য শিক্ষার্থীরা বুকের রক্ত ঢেলে দিয়েছেন। হাজারো শিক্ষার্থী হাত-পা, চোখ হারিয়েছে। এরপরও তারা হাসিমুখে কথা বলছে। তাদের অনেক আক্ষেপ রয়েছে। সেই আক্ষেপগুলো মেটাতে হবে।
তিনি আরও বলেন, আন্দোলনে আহতদের হাসি মুখে সেবা দিতে হবে। চিকিৎসা সেবা নিতে গিয়ে তারা যাতে হয়রানি বা অবজ্ঞার শিকার না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
মতবিনিময় সভায় স্বাস্থ্য অধিদফতরের লাইন ডাইরেক্টর (হাসপাতাল) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান ও খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মনজুরুল মুর্শিদসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।