শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলাসহ ৪ মামলায় সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্য জাকারিয়া বিষু (৪৫) ও একই মামলায় মনিরুজ্জামান (৫২) নামের এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১০ নভেম্বর) রাতে শহরের নবীনগর এলাকা থেকে বিষুকে ও তিনআনি বাজার এলাকা থেকে মনিরুজ্জামানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বিষু শেরপুর শহরের নবীনগর এলাকার হেজা মুন্সীর ছেলে ও মনিরুজ্জামান শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর গ্রামের মৃত মেরাজ উদ্দিন মাস্টারের ছেলে এবং একই উপজেলার খড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
রোববার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান।
সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহবুব ও সবুজ হত্যাসহ ৪ মামলার আসামি জাকারিয়া বিষু এবং মনিরুজ্জামসনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।