সাতক্ষীরায় তৃতীয় শ্রেণির এক ছাত্রকে অপহরণের পর হত্যা মামলায় আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আশরাফুল ইসলাম পলাতক ছিলেন। তিনি সাতক্ষীরার তালা উপজেলার সুভাষিনী গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সদর উপজেলার কুচপুকুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে রিয়াদ হোসেন কদমতলা কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণিতে পড়ত। জিয়াউরের বাড়িতে যাতায়াত ছিল আশরাফুলের। একপর্যায়ে তিনি জিয়াউর রহমানের মেয়েকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু প্রস্তাব মেনে না নেওয়ায় আশরাফুল ২০১৩ সালের ১২ ডিসেম্বর স্কুলছাত্র রিয়াদকে বেড়ানোর কথা বলে অপহরণ করে। পরে তকে কুপিয়ে হত্যার পর সদর উপজেলার বলাডাঙ্গা ফুটবল মাঠে মরদেহ ফেলে যান আসামি। পরের দিন সকালে সেখান থেকে রিয়াদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন রাতে নিহতের বাবা জিয়াউর রহমান বাদী হয়ে আশরাফুলকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় মামলা করেন।