প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশেষে মাথা নোয়াতে বাধ্য হলেন। ছাত্র-ছাত্রীদের আচরণবিধি সংক্রান্ত যে সার্কুলারটি প্রকাশ করা হয়েছিল তা গতকাল সোমবার রাতে প্রত্যাহার করা হলো। তার আগে সোমবার সাড়া দিন ধরেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল প্রতিবাদে মুখর। এসএফআই লাগাতার বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। একদল ছাত্র-ছাত্রী মিছিল করে গিয়ে ডিন অফ দ্য স্টুডেন্টস অরুন কুমার মাইতিকে গোলাপ ফুলের গুচ্ছ উপহার দেন। বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন ডক এ ওঠে।
এসএফআই-এর সম্পাদক ঋষভ সাহা জানান, যতক্ষণ এই কালা-কানুন থাকবে, প্রতিবাদ চলবে। রাত আটটা নাগাদ সার্কুলার প্রত্যাহার করার কথা ঘোষণা করা হয়। অরুন কুমার মাইতি লিখিত আকারে এই কথা জানিয়ে দেন ইউনিয়নগুলিকে। সার্কুলারে মূলত তিনটি বিধিনিষেধ আরোপ করা হয়েছিল- ক্যাম্পাসের মধ্যে মিটিং মিছিল চলবে না, বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কোনও অডিও বা ভিডিও ক্লিপ সংবাদ মাধ্যমকে দেয়া যাবে না এবং ক্যাম্পাসের মধ্যে প্রেম করা যাবে না।
তিনটি ধারাই প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এ আর খুল্লাম খুল্লা প্রেম করায় কোনও বাধা নেই।