কলেজ ভর্তিতে শিক্ষার্থীদের প্রথম পছন্দে থাকে দেশ সেরা ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ (ডিআরএমসি)। আবাসিক প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও ৫২ একরের সুবিশাল সবুজ ক্যাম্পাস অভিভাবক ও শিক্ষার্থীর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। ছয়টি হোস্টেলে ছাত্রদের নিবিড় পরিচর্যা বাড়িয়েছে শিক্ষার মান। আর সহশিক্ষা কার্যক্রমে জোর দেয়ায় প্রতিষ্ঠানটি গত দুই বছর ধরে রেখেছে দেশসেরা খেতাব। সম্প্রতি দেশের শিক্ষা বিষয়ক পরিপূর্ণ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকমের কলেজ র্যাঙ্কিংয়েও প্রতিষ্ঠানটি স্থান পেয়েছে আদর্শ বা ‘এ প্লাস’ ক্যাটাগরিতে।
কলেজটির অধ্যক্ষ ব্রিগ্রেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, এনডিসি, পিএসসি সম্প্রতি কথা বলেছেন দৈনিক আমাদের বার্তার সঙ্গে। জানিয়েছেন কেনো ছাত্রদের প্রথম পছন্দ ডিআরএমসি। যেহেতু আজ বৃহস্পতিবার থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ শুরু হচ্ছে, তাই তার মতামত শিক্ষার্থীদের কলেজ বাছাইয়ে সহায়ক হবে। এখানে তার বক্তব্যের উল্লেখযোগ্য অংশ তুলে ধরা হলো।
দৈনিক আমাদের বার্তা : কেনো ছাত্রদের প্রথম পছন্দে থাকে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ?
অধ্যক্ষ কাজী শামীম ফরহাদ : ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে স্কুল ও কলেজ শাখা মিলে ৫ হাজার ৮০০ জন ছাত্র রয়েছেন। আমাদের কলেজ ভর্তির ক্ষেত্রে আমরা সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকি। আমাদের কলেজে গত দু বছর দেশের সেরা কলেজ হিসেবে প্রাতিষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ। আমাদের ৫২ একরের সবুজ সুবিশাল ক্যাম্পাসে রয়েছে ছয়টি হোস্টেল। সেখানে আমরা আমাদের ছাত্রদেরকে নিবিড় পরিচর্যার মাধ্যমে পড়াশোনা করার সুযোগ দিয়ে থাকি। এছাড়াও শিক্ষার্থীদের মানবিক ও মনস্তাত্ত্বিক বিকাশে ১৯ টি ক্লাবের মাধ্যমে সহপাঠ্যক্রমিক বিষয়ের ওপরেও জোর দেই। ফলে শিক্ষা বা পাঠ্যক্রমের পাশাপাশি মানবিকভাবেও শিক্ষার্থীরা আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার সুযোগ পান। একজন আদর্শ মানুষ হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের দিশারী হিসেবে অভিভাবকরা এ কলেজকে বেছে নিতে পারেন।
দৈনিক আমাদের বার্তা : ভর্তিচ্ছু শিক্ষার্থীর অভিভাবকদের উদ্দেশে কোনো পরামর্শ দেবেন কি?
অধ্যক্ষ কাজী শামীম ফরহাদ : যারা এখনো নির্ধারণ করেননি আপনার সন্তানকে কোথায় ভর্তি করবেন তাদের জন্য বিনীত অনুরোধ আপনারা আমাদের গত পরীক্ষাগুলোর রেজাল্ট দেখবেন, আমাদের কলেজে পরিবেশে দেখবেন, পড়াশোনা সুযোগ-সুবিধা দেখবেন, অন্যান্য সুযোগ-সুবিধাগুলো দেখবেন। তাহলে বুঝতে পারবেন এই ঐতিহ্যবাহী কলেজে কেনো আপনার ছেলেকে ভর্তি করাবেন।
দৈনিক আমাদের বার্তা : দৈনিক শিক্ষাডটকমের র্যাঙ্কিংয়ে ‘এ প্লাস’ ক্যাটাগরি স্থান পাওয়ায় কেমন লাগছে?
অধ্যক্ষ কাজী শামীম ফরহাদ : দৈনিক শিক্ষাডটকম কলেজের যে র্যাঙ্কিং করেছে, সেই র্যাঙ্কিংয়ে সামগ্রিকভাবে ‘এ প্লাস’ বা আইডিয়াল কলেজ হিসেবে নির্বাচিত সাতটি কলেজের সঙ্গে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত। এ অর্জন সম্ভব হয়েছে আমাদের শিক্ষকদের জন্য। তাদের অক্লান্ত পরিশ্রম, ছাত্রদের অধ্যাবসায় এবং আমাদের সামগ্রিক শিক্ষার পরিবেশ এ অর্জন এনে দিয়েছে। আমি আশা করি আমরা এ সম্মান ধরে রাখবো এবং ভবিষ্যতে আরো ভালো করবো।
আমাদের বার্তা : কলেজের র্যাঙ্কিং করার উদ্যোগ কিভাবে দেখছেন ?
অধ্যক্ষ কাজী শামীম ফরহাদ : দৈনিক শিক্ষাডটকমের র্যাঙ্কিংয়ের কারণে কলেজগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি হবে। অর্থাৎ সবাই চেষ্টা করবে ভলো অবস্থানে আসতে। আর কলেজগুলো নিজেদের ভুল-ত্রুটি ও সীমাবদ্ধতা চিহ্নিত করে ভালো করার চেষ্টা করবে । ফলে সার্বিকভাবে দেশে শিক্ষার মনোন্নয়ন হবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।