গণ-অভ্যুত্থান-পরবর্তী ছাত্ররাজনীতি প্রশ্ন : নয়া স্বরূপ অনুসন্ধানের অভিস্পায়’ শীর্ষক সংলাপে বসেছেন ছাত্রনেতারা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টায় ডায়ালগ ফর ডেমোক্রেসির আয়োজনে স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এ সংলাপ শুরু হয়।
এতে অংশ নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালযয়ের শিক্ষার্থী রাফিয়া রেহনুমা হৃদি ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মেঘমল্লার বসু।
সংলাপে পর্যবেক্ষক হিসেবে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মুজাহিদুল ইসলাম মাহি ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আদনান মোস্তারি।
এতে সভাপতিত্ব করছেন ডায়ালগ ফর ডেমোক্রেসির আহ্বায়ক শেখ মো. আরমান।