ছাত্রাবাসে উঠতে গিয়ে ছাত্রদলের বাধার মুখে শিক্ষার্থীরা - দৈনিকশিক্ষা

ছাত্রাবাসে উঠতে গিয়ে ছাত্রদলের বাধার মুখে শিক্ষার্থীরা

দৈনিক শিক্ষাডটকম, চট্টগ্রাম |

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রাবাসে উঠা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়েছে ছাত্রদলের।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে ছাত্রবাসে উঠতে গেলে শিক্ষার্থীদের বাঁধা দেয় ছাত্রদল। পরে এক পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়েন সংগঠনটির নেতাকর্মীরা। এতে অন্তত ৭ জন শিক্ষার্থী আহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) ফয়সাল আহমেদ। তিনি বলেন, ‘চট্টগ্রাম পলিটেকনিকে ছাত্রবাসে উঠা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ হয়েছে। সেখানে আমাদের একটি দল আছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।’

প্রায় ১৫ বছর পর বুধবার (২০ নভেম্বর) দুটি ছাত্রাবাসের জন্য নির্বাচিত ছাত্রদের তালিকা প্রকাশ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ। তালিকায় নির্বাচিত শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুরে ছাত্রবাসে উঠতে যান। এ সময় সেখানে অতর্কিত ঢুকে পড়েন ছাত্রদল নেতাকর্মীরা। তারা শিক্ষার্থীদের হলে উঠতে বাঁধা দেন। কারও কারও ওপর আঘাত করেন বলেও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এসময় বেশ কিছু জানালার কাঁচ ভাঙচুর করা হয়।  

তবে ছাত্রদলের অভিযোগ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রাবাসে বৈষম্যহীনভাবে ফরম বিতরণের করা ও সময় দেওয়া এবং হলে সিট বরাদ্দের ক্ষেত্রে কলেজ প্রসাশন ও ছাত্রশিবির যৌথভাবে সিট বণ্টন করার প্রতিবাদ করেছেন তারা।

তবে শিক্ষার্থীরা বলছেন ভিন্ন কথা। তারা বলেছেন, ছাত্রদল বহিরাগতদের নিয়ে এসে তাদের হলে উঠতে বাধা দিয়েছে। প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালান। এমনকি হলের ফরমও নিতে দিচ্ছে না কাউকে।

এর আগে ছাত্রাবাস খোলার জন্য আন্দোলন নামেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গত সোমবার তালিকা প্রকাশ করার কথা থাকলেও তা হয়নি, যার কারণে দ্বিতীয় দিনের মতো বুধবারও শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওইদিন নির্বাচিত ছাত্রদের তালিকা প্রকাশ করা হয়।

পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইইউটির ৩ ছাত্রের মৃত্যু - dainik shiksha পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইইউটির ৩ ছাত্রের মৃত্যু অনার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণি বাদ দেয়া উচিত - dainik shiksha অনার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণি বাদ দেয়া উচিত ভিকারুননিসা নূন স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি - dainik shiksha ভিকারুননিসা নূন স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রাথমিকে ২০ হাজার শিক্ষকের পদ সৃষ্টি হচ্ছে - dainik shiksha প্রাথমিকে ২০ হাজার শিক্ষকের পদ সৃষ্টি হচ্ছে স্কুল শিক্ষাকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বর্ধিত করা উচিত - dainik shiksha স্কুল শিক্ষাকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বর্ধিত করা উচিত নতুন পাঠ্য বইয়ে থাকছে শহীদ আবু সাঈদ ও মুগ্ধের বীরত্বগাথার গল্প - dainik shiksha নতুন পাঠ্য বইয়ে থাকছে শহীদ আবু সাঈদ ও মুগ্ধের বীরত্বগাথার গল্প শিক্ষাক্ষেত্রে আমরা পিছিয়ে আছি - dainik shiksha শিক্ষাক্ষেত্রে আমরা পিছিয়ে আছি ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো - dainik shiksha ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম পর্যায়ের ভর্তি আজকের মধ্যে - dainik shiksha গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম পর্যায়ের ভর্তি আজকের মধ্যে please click here to view dainikshiksha website Execution time: 0.0038199424743652