নরসিংদী সরকারি কলেজে আবাসিক হলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছে আবাসিক শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজ ক্যাম্পাসে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়।
আবাসিক শিক্ষার্থীরা জানান, নরসিংদী সরকারি কলেজের জিতেন্দ্র কিশোর মৌলিক ছাত্রাবাস, মতিউর রহমান ছাত্রাবাস ও ডা. কাজী জোহরা খাতুন ছাত্রীনিবাসের ভাড়া ৪০ থেকে ৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এরমধ্যে অনার্স ও মাস্টার্স কোর্সের শিক্ষার্থীদের জিতেন্দ্র কিশোর মৌলিক ছাত্রাবাস এবং মতিউর রহমান ছাত্রাবাসের শিক্ষার্থীপ্রতি
কলেজ কর্তৃপক্ষ বলছে, হোস্টেল তিনটির বিদ্যুৎ বিল কয়েক লাখ টাকা জমে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ব্যবস্থাপনার ব্যয়ও বেড়েছে। এসব সমন্বয় করতে ১৮ জুলাই কলেজের হোস্টেল স্টিয়ারিং কমিটির জরুরি বৈঠক হয়। ওই বৈঠকে সদস্যদের সুপারিশের ভিত্তিতে বিদ্যুৎ বিল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে আবাসিক শিক্ষার্থীদের মাসিক ভাড়া বাড়ানো হয়। নোটিশে সেটি আগস্ট মাস থেকে কার্যকর করার কথা বলা হয়।
নরসিংদী সরকারী কলেজের অধ্যক্ষ মোশতাক আহমেদ ভূইয়া দৈনিক শিক্ষাডটকমকে জানান, ২-১ দিনের মধ্যে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে একটা সম্মানজনক সমাধান করা হবে। এ নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে।