ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত ধামরাই সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও চিফ ইন্সট্রাক্টর খায়রুল আনাম খানকে সাময়িক বরখাস্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় গত ২৭ মে গ্রেফতার হওয়া এ শিক্ষককে জেলে পাঠিয়েছিলো আদালত। তাই তাকে বরখাস্ত করেছে মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। সোমবার তাকে বরখাস্ত করে জারি করা আদেশটি প্রকাশ করা হয়েছে।
গত ৮ জুন সিনিয়র সচিব মো. কামাল হোসেন স্বাক্ষরিত ওই আদেশে গ্রেফতার হওয়ার দিন অর্থাৎ ২৭ মে থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
জানা গেছে, ওই ছাত্রীর মা বাদি হয়ে ধামরাই থানায় মামলা করেছিলেন। ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গত ২৭ মে গ্রেফতার হয়েছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও চিফ ইন্সট্রাক্টর খায়রুল আনাম খান। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে তাকে জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আদেশে বলা হয়েছে, আদালত তাকে হেলা হাজতে পাঠানোয় সরকারি চাকরি আইন ও সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা বিধিসম্মত ও আবশ্যক বলে প্রতীয়মান হওয়ায় তাকে গ্রেফতারের দিন থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি খোরাকি ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।