জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্কের ঘটনায় গণিত বিভাগের সহকারী অধ্যাপক এ বি এস মানিক মুনসীর বিরুদ্ধে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল বিকালে চার সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। তিনি বলেন, বিষয়টি আমরা তাৎক্ষণিকভাবে আমলে নিয়েছি। এর জন্য চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের রিপোর্ট অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। গণিত বিভাগের শিক্ষকরা জানান, ভুক্তভোগী ছাত্রী প্রথমে ওই শিক্ষকের কাছে কাউন্সেলিং ও বিভিন্ন পরামর্শের জন্য আসতেন। এ সুযোগে তিনি ছাত্রীর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন।
একপর্যায়ে বিয়ের প্রলোভনে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। এ বিষয়ে জানতে অভিযুক্ত গণিত বিভাগের সহকারী অধ্যাপক এ বি এস মানিক মুনসীর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শরিফুল আলম বলেন, বিষয়টি বিভাগের একাডেমিক সভায় প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ওই শিক্ষককে বিভাগের সব একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।