রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। গত সোমবার ছাত্রীর অভিভাবক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ তাঁকে প্রত্যাহারের দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী বিদ্যালয়ের ধর্মীয় সহকারী শিক্ষক আহমদ হোছাইনের হাতে যৌন হয়রানির শিকার হয়েছে। আহমদ হোছাইন প্রায়ই মেয়েটিকে পরীক্ষা নিয়ন্ত্রণকক্ষে ডেকে নেন এবং কোনো কারণ ছাড়াই সেখানে বসে থাকতে বলেন ও অপ্রীতিকর কথাবার্তা বলেন। এমনকি তাঁর কাছে প্রাইভেট পড়তে বলেন। মেয়েটি ভয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেনি। তবে তার বড় বোন গত ৮ জুন প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন। এর পর প্রধান শিক্ষক ওই শিক্ষককে মৌখিকভাবে সতর্ক করে দেন।
অভিযোগ অস্বীকার করে শিক্ষক আহমদ হোছাইন বলেন, ‘আমি একজন শিক্ষক মানুষ, এসব করব কেন। তা ছাড়া আমি অভিযোগের বিষয়ে কিছুই জানি না।’
জেলা প্রশাসক মোহাম্মদ মোশরাফ হোসেন খান বলেন, তিনি বিষয়টি শুনেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বলা হয়েছে ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিতে। এর পর ব্যবস্থা নেওয়া হবে।