ছাত্রীকে হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত - দৈনিকশিক্ষা

ছাত্রীকে হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি |

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মো: আব্দুল মালেক নামের একজন সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকৃত মো. আব্দুল মালেক উপজেলার চরভাটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও একই গ্রামের আলাউদ্দিন আলীর ছেলে।

গত বুধবার (৩০ আগস্ট) জেলা শিক্ষা প্রাথমিক কর্মকর্তা এস এম আবদুল রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

আদেশে বলা হয়েছে, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরভাটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আব্দুল মালেকের বিরুদ্ধে গত ২৩ আগস্ট একই বিদ্যালয়ের শিক্ষার্থীর যৌন হয়রানির অভিযোগ তোলে অভিভাবক ও এলাকাবাসী। পরে বিষয়টি তদন্তের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন ৩ সদস্যের একটি কমিটি গঠন করেন। তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ায় বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ রক্ষার্থে ওই শিক্ষককে ঘটনার দিন ২৩ আগস্ট থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

জানা গেছে, গত ২৩ আগস্ট ক্লাস চলাকালে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ডেকে নিয়ে স্পর্শকাতর স্থানে হাত দেন শিক্ষক আব্দুল মালেক। পরে ওই শিক্ষার্থী তার অভিভাবকের কাছে বিষয়টি খুলে বলে। ওই শিক্ষার্থীর অভিভাবক প্রথমে স্কুলের প্রধান শিক্ষক, সভাপতি ও সহকারী শিক্ষকদের কাছে মৌখিক অভিযোগ করেন। পরে বিষয়টি এলাকাবাসীর মধ্যে জানাজানি হয়। বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নজরে এলে ঘটনাটি তদন্ত করে ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ বিষয়ে মন্তব্য জানতে অভিযুক্ত সহকারী শিক্ষক মো, আব্দুল মালেকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

উল্লাপাড়ার উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন দৈনিক শিক্ষাডটকমকে জানান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশে ঘটনাটি তদন্তে ৩ সদস্যের কমিটি করা হয়। পরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন পাঠানো হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ও স্বাভাবিক পরিবেশ রক্ষার্থে জেলা প্রাথমিক শিক্ষা অফিস তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আবদুল রহমান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বিষয়টি আমার নজরে আসার পর আমি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে একটি প্রতিবেদন দাখিল করতে বলি। পরে উপজেলা শিক্ষা কর্মকর্তার দেয়া প্রতিবেদনে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

হামলায় মোল্লা কলেজের ৩ শিক্ষার্থী নিহত, দাবি কর্তৃপক্ষের - dainik shiksha হামলায় মোল্লা কলেজের ৩ শিক্ষার্থী নিহত, দাবি কর্তৃপক্ষের সাত কলেজের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা স্থগিত - dainik shiksha সাত কলেজের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা স্থগিত নৈরাজ্যকারীদের প্রতিহত করা আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান কাজ: সারজিস - dainik shiksha নৈরাজ্যকারীদের প্রতিহত করা আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান কাজ: সারজিস মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! - dainik shiksha মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা - dainik shiksha সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা সাত কলেজের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা স্থগিত - dainik shiksha সাত কলেজের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা স্থগিত কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে অনতিবিলম্বে প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্ত করতে হবে: নুর - dainik shiksha অনতিবিলম্বে প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্ত করতে হবে: নুর কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0061869621276855