ছাত্রীদের সঙ্গে অনৈতিক সর্ম্পক, সুপারিনটেনডেন্ট বরখাস্ত - দৈনিকশিক্ষা

ছাত্রীদের সঙ্গে অনৈতিক সর্ম্পক, সুপারিনটেনডেন্ট বরখাস্ত

দৈনিক শিক্ষাডটকম, চুয়াডাঙ্গা |

চুয়াডাঙ্গার বেগমপুর দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মো. আরেফ উল্লাহকে সাময়িক বরখাস্ত করেছে ম্যানেজিং কমিটি। ম্যানেজিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মঙ্গলবার (২৫ জুন) বিকেলে সাময়িক বরখাস্তের বিষয়টি জানাজানি হয়।

জানা গেছে, মাদরাসার আয়া, ছাত্রীদের সঙ্গে অনৈতিক আচরণ, অর্থ আত্মসাৎ ও পরিচালনা কমিটির সভাপতি-সদস্যদের সঙ্গে অসদাচরণের দায়ে তাকে বরখাস্ত করা হয়।

মাদরাসাটির ম্যানেজিং কমিটির সভাপতি মো. রিপন হোসেন জানান, মাদরাসার সুপারিনটেনডেন্ট মো. আরেফ উল্লাহ একই মাদ্রাসার আয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে অনৈতিক আচরণ করছেন। তিনি বিষয়টি ম্যানেজিং কমিটির কাছে লিখিতভাবে জানান। এছাড়া মাদ্রাসার ছাত্রীদের সঙ্গে নিয়মিত অনৈতিক আচরণ করেন, আর্থিক তহবিল পরিচালনায় অনিয়ম ও অর্থ আত্মসাৎ এবং পরিচালনা কমিটির সভাপতিসহ সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

এসব নিয়ে রোববার (২৩ জুন) মাদরাসার ম্যানেজিং কমিটির ১১৫তম সভায় সব অনিয়মের বিষয়ে সত্যতা পাওয়া যায় সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে। সভায় সিদ্ধান্ত গ্রহণ হয় সাময়িক বরখাস্তের। ম্যানেজিং কমিটির সভাপতি স্বাক্ষরিত সাময়িক বরখাস্তের চিঠি ২৪ জুন মাদ্রাসার সুপারিনটেনডেন্টের কাছে পাঠানো হলে তিনি গ্রহণ করেন।

তিনি আরও বলেন, নিয়ম মেনে মাদরাসার সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদরাসার সহকারী সুপার আমিনুল ইসলাম ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্টের দায়িত্ব পালন করবেন বুধবার (২৬ জুন) থেকে। মাদ্রাসায় কোনো অনিয়ম ও দুর্নীতি মেনে নেওয়া হবে না। ছাত্রী ও অন্যরা নিরাপদে চলবে বলেই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলা শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা বলেন, ‘ম্যানেজিং কমিটির সঙ্গে ঝামেলা হওয়ার বিষয়টি তিনি প্রথমে আমাকে অবহিত করেন। মাদরাসার সুপারিনটেনডেন্টের বিষয়টি লিখিতভাবে সদর উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়ে ছিলেন। সদর উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি তদন্ত করার জন্য আমাকে দায়িত্ব দেন। মাদরাসারর সুপারিনটেনডেন্টকে সাময়িক বহিষ্কারের বিষয়টি আমাকে জানিয়েছেন।’

হামলায় মোল্লা কলেজের ৩ শিক্ষার্থী নিহত, দাবি কর্তৃপক্ষের - dainik shiksha হামলায় মোল্লা কলেজের ৩ শিক্ষার্থী নিহত, দাবি কর্তৃপক্ষের সাত কলেজের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা স্থগিত - dainik shiksha সাত কলেজের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা স্থগিত নৈরাজ্যকারীদের প্রতিহত করা আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান কাজ: সারজিস - dainik shiksha নৈরাজ্যকারীদের প্রতিহত করা আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান কাজ: সারজিস মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! - dainik shiksha মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা - dainik shiksha সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা সাত কলেজের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা স্থগিত - dainik shiksha সাত কলেজের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা স্থগিত কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে অনতিবিলম্বে প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্ত করতে হবে: নুর - dainik shiksha অনতিবিলম্বে প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্ত করতে হবে: নুর কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0042598247528076