ঈদুল আজহার ১৭ দিনের ছুটি শেষে শুরু হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ক্লাস-পরীক্ষা।
রোববার (৯ জুলাই) থেকে ক্লাস-পরীক্ষা শুরু হলেও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে মঙ্গলবার (৪ জুলাই) থেকেই।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের উপপরিচালক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অ্যাকাডেমিক ছুটি ২৫ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়। যেহেতু শুক্র, শনি সাপ্তাহিক ছুটি তাই ৯ জুলাই অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হবে।
এরই মধ্যে প্রিয়জনদের সঙ্গে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি শেষে ক্যাম্পাসে ফিরতে শুরু করছে শিক্ষার্থীরা। ছুটিতে প্রায় ফাঁকা হয়ে যাওয়া ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। ফের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে ক্যাম্পাস।