দেশের ছয়টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ পদায়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ কলেজগুলোর অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত বিভিন্ন সরকারি কলেজের অধ্যাপক ও সহযোগী অধ্যাপকরা। তাদের পদায়ন দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
এদের মধ্যে পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন পটুয়াখালী সরকারি কলেজের অধ্যাপক মো. মোদাচ্ছের বিল্লাহ। ফরিদপুরের মধুখালীর বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন ফরিদপুরের সরকারি ইয়াছিন কলেজের অধ্যাপক মো. দিদার হোসেন।
বাগেরহাটের সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন খুলনার সরকারি আযম খান কমার্স কলেজের অধ্যাপক শেখ জিয়াউল ইসলাম। নেত্রকোণার হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন নেত্রকোণা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক গিয়াস উদ্দিন।
শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজের অধ্যাপক ফওজিয়া আমিন দীনা। বগুড়ার গাবতলী সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন বগুড়ারর সরকারি শাহ সুলতান কলেজের অধ্যাপক মো. আবদুর রব নিশতার।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।