'কওমি মাদরাসায় ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, ইসলামের আদর্শ শেখানো হয়, জঙ্গি নয়' বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসায় মাদরাসার সাবেক মহাপরিচালক প্রয়াত শাহ আহমদ শফির কবর জিয়ারতে এসে সংক্ষিপ্ত বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
মাদরাসার পরিচালক মাওলানা ইয়াহিয়ার সভাপতিত্বে ও সহকারি পরিচালক মুফতি জসিম উদ্দিনের সঞ্চালনায় তিনি বলেন, এক সময় কওমি মাদরাসা নিয়ে অনেকের ভুল ধারণা ছিল। সংশ্লিষ্টরা সে ধারণা পাল্টে দিয়েছেন। কওমি মাদরাসার শিক্ষার্থীরা একদিন দেশকে আলোকিত করবে শিক্ষার মাধ্যমে। অনেকে অপপ্রচার চালায় নূরানী মাদরাসা বন্ধ করে দেবে সরকার। এটা ঠিক নয়।
মাদরাসার শিক্ষাভবনে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাতকানিয়া-লোহাগাড়র আবু রেজা মো. নেজাম উদ্দিন নদভি, ডিআইজি আনোয়ার হোসেন, নাফিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জেলা ডিএসবি আবু তৈয়ব মো. আরিফ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, ডিসি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, এসপি এসএম শফিউলস্নাহ প্রমুখ উপস্থিত ছিলেন।