পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকের ভূমিকা’ শীর্ষক কর্মশালা। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের মাল্টিপারপাস হলে দিনব্যাপী এ অনুষ্ঠান হয়। কর্মশালায় অংশগ্রহণকারীরা জঙ্গিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা প্রতিরোধে ৮টি বিষয়ের ওপর জোর দেন।
এটিইউর ডিআইজি (প্রশাসন) মফিজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজিপি) ড. মল্লিক ফখরুল ইসলাম। রংপুর মহানগর পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। মূল আলোচক ছিলেন এটিইউর অতিরিক্ত আইজিপি এম এম রুহুল আমিন। এ ছাড়াও আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক জামিলা আহমেদ চৌধুরী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শবনম আযীম এবং এটিইউর অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) টি এম মোজাহিদুল ইসলাম।
কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজিসহ রাজধানীর ১০টি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। পুলিশের বিভিন্ন ইউনিটের কাউন্টার টেররিজম সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল জানান, কর্মশালায় অংশগ্রহণকারীরা জঙ্গিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা প্রতিরোধে আটটি বিষয়ের ওপর শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন নাগরিক সমাজের অধিকতর ভূমিকা এবং এটিইউ কীভাবে আরও বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে সে বিষয়ে মত দেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে এটিইউর কাউন্টার ন্যারেটিভ ‘ইসলামের দৃষ্টিতে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ’ এবং উগ্রবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী লিফলেট বিতরণ করা হয়।