বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি তথা সিটি করপোরেশন, পৌরসভা, জেলা এবং উপজেলা পরিষদের মেয়র-চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে সরকার। পাশাপাশি এসব জায়গায় প্রশাসকও নিয়োগ দিতে পারবে। এমন ক্ষমতা হাতে রেখে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সই করার পর শনিবার রাতে এ সংক্রান্ত পৃথক পৃথক অধ্যাদেশ জারি করা হয়।
এর আগে শনিবার ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’; ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’; ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এবং ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর খসড়া অনুমোদন করে উপদেষ্টা পরিষদ।
গত ৫ আগস্ট সরকার পতনের পর সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলররা আত্মগোপন করেছেন। ফলে সেখানে নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে অচলাবস্থা তৈরি হয়েছে। এই পরিস্থিতি সামলাতে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়।