ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিলে সংগঠনটির ছাত্রনেতারা এ দাবি জানান। সমাবেশ থেকে বিরোধী দলগুলোর সরকার পতনের এক দফা দাবির প্রতিও সংহতি জানানো হয়।
ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান রিচার্ডের সভাপতিত্বে এবং জেএসডি ছাত্রলীগের সভাপতি তৌফিকুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা প্রীতম দাশ, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, জেএসডি ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের রহমান, নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ভাসানী অনুসারী ছাত্র পরিষদের আহ্বায়ক আহমেদ শাকিল, সদস্য সচিব ফাইজুল্লাহ নোমান, ঢাবির আন্তর্জাতিক বিভাগের শিক্ষার্থী আরমানুল হক বক্তব্য দেন।
সভায় বক্তারা বলেন, অনলাইনে একটি সভা সঞ্চালনার দায়ে মাত্র ১৭ বছর বয়সে জবি শিক্ষার্থী খাদিজার নামে মামলা হয়। তার জন্য শিশু আদালত, কিশোর আদালত আছে। কিন্তু তাকে ১৮ বছর দেখিয়ে বিনা বিচারে আটকে রাখা হয়েছে। ১১ মাস কারাবন্দি থাকার পরও চার মাস তার জামিন স্থগিত রাখা হয়েছে।
মশিউর রহমান রিচার্ড বলেন, এই ডিজিটাল নিরাপত্তা আইন সাধারণ মানুষের নিরাপত্তার জন্য তৈরি হয়নি। এটি আদতে সরকারের গদি নিরাপত্তার আইন। এই আইনে ভূমিদস্যু, সম্পদ পাচারকারী, গুম, ঘুষে জড়িতদের রক্ষা করা হচ্ছে। এটি সাংবাদিকদের দমাতে ব্যবহার করা হচ্ছে, মানুষকে এই আইনে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।