জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ক্যাডেটদের পদোন্নতি, দায়িত্ব হস্তান্তর, পুরস্কার বিতরণী ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমকে গার্ড অব অনার দেয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
এ দিন দুপুরে উপাচার্য মহোদয়ের কনফারেন্স রুমে বিএনসিসি আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বিদায়ী ২১তম ব্যাচকে সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, ক্যাডেটরা অনেকদিন ধরে একসঙ্গে বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেয়ার মাধ্যমে নিজেদের মাঝে পারস্পরিক সৌহাদ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, যা অনন্য। বিএনসিসি’র মাধ্যমে তোমরা জীবনে ডিসিপ্লিন শিখতে পেরেছ যা ভবিষ্যতে তোমাদের অনেক সুযোগ তৈরি করে দিবে।”
বিশেষ অতিথি বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে থেকেও তোমরা (ক্যাডেট) বিশ্ববিদ্যালয়ের যেকোনো দায়িত্ব নিবিড়ভাবে পালন করেছ। আমরা সবসময় তোমাদের কাছে কৃতজ্ঞ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি কন্টিনজেন্টের কোম্পানি কমান্ডার ও অফিসার ইনচার্জ পিইউও ড. আতিয়ার রহমানেরর তত্ত্বাবধায়নে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিইউও সাজিয়া আফরিন, পিইউও আবু হানিফ সরকার এবং পিইউও শফিকুল ইসলাম।
এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার নব পদমর্যাদাপ্রাপ্ত ক্যাডেটদের কর্পোরাল ও ল্যান্স কর্পোরাল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। এসময় ২২তম নতুন ব্যাচের ক্যাডেট ইনচার্জ হিসেবে সার্জেন্ট তৌফিক হোসেনকে দায়িত্ব দেয়া হয় এবং ২১তম বিদায়ী ক্যাডেটদের ক্রেস্ট দেয়া হয়।