ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে না পারায় শিক্ষার্থীদের অনুকুলে ধার্য করা জুলাই ও আগস্ট মাসের জরিমানা মওকুফ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় সকল ইনস্টিটিউট ও বিভাগের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণিতে নির্ধারিত সময়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে না পারায় শিক্ষার্থীদের অনুকূলে ধার্যকৃত জরিমানা গত ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত মওকুফ করা হলো। এই সময়কাল ছাড়া অন্যান্য সকল সময়ের জরিমানা বলবৎ থাকবে।
এতে আরো বলা হয়, যেসব শিক্ষার্থী এই সময়কালীন সময়ে জরিমানা দিয়ে ভর্তি ও ফরম পূরণ করেছেন তাদের দেয়া জরিমানার অর্থ পরবর্তী সেমিস্টারের ভর্তির সাঙ্গে সমন্বয় করা হবে।