জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রিডিটেশন স্ট্যান্ডার্ড এন্ড ক্রাইটেরিয়া ও বিএনকিউএফ শীর্ষক ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এ ট্রেনিংয়ের আয়োজন করে।
রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এর সভাপতিত্বে কেন্দ্রীয় মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ট্রেনিংয়ে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ।
ট্রেনিংয়ের টেকনিক্যাল সেশনের প্রথম অংশে ‘অ্যক্রিডিটেশন স্ট্যান্ডার্ড অ্যান্ড ক্রাইটেরিয়া’ শীর্ষক দেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. এস এম কবির এবং দ্বিতীয় অংশে ‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক' (বিএনকিউএফ) শীর্ষক বক্তব্য দেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী।
স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আইন-উল হুদা। অনুষ্ঠানে মডারেটর হিসেবে ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সরোয়ার আলম এবং ড. মো. রফিকুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষকারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।