দৈনিক শিক্ষাডটকম, জবি : তামাক পণ্য বর্জনের মাধ্যমে ২০৪০ খ্রিষ্টাব্দের মধ্যে প্রধানমন্ত্রী ঘোষিত তামাকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করেছে তামাক বিরোধী সংগঠন অ্যান্টি-টোব্যাকো ক্লাব। সোমবার তামাক বিরোধী শোভাযাত্রা এবং উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্লাবটি কার্যক্রম শুরু করে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ক্লাবের উপদেষ্টা ড. রফিকুল ইসলাম বলেন, ক্লাবের লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তামাক ব্যবহার রোধে সক্রিয়ভাবে নিয়োজিত করা, তামাকের ক্ষতিকর দিক বিষয়ে তাদের জ্ঞান বাড়ানো এবং তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। ক্লাবের কার্যক্রমের মাধ্যমে তারা তামাক নিয়ন্ত্রণ আইনের শক্তিশালী করতে জনমত গঠন করতে সাহায্য করবে। এসব কার্যক্রমের মধ্য দিয়ে তারা প্রধানমন্ত্রীর তামাকমুক্ত বাংলাদেশ গঠনে শক্তিশালী ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাবিনা শরমীন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. নিজাম উদ্দীন আহম্মেদ ও আতাউর রহমান মাসুদ। এসময় বাংলাদেশে তামাকের স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতি নিয়ে প্রেজেন্টেশন দেন ডা. ইফতেখার মুহসিন।
অনুষ্ঠান শেষে সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাবিনা শরমীন ক্লাবের কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মুতাসিম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন তাসনিয়া হোসেন।