জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘অ্যাপ্লিকেশন অব থিওরি ইন হিউম্যানিটিজ অব সোশ্যাল সায়েন্স রিসার্চ’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
(১১ ডিসেম্বর) বুধবার বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ভার্চ্যুয়াল রুমে এ প্রশিক্ষণের আয়োজন করে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। এতে বিশ্ববিদ্যালয়ের কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক ও প্রভাষকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, ট্রেনিংয়ে অংশগ্রহণকারীরা সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে অনেক কিছু অর্জন করে নিতে পারেন। নতুন জ্ঞান সৃষ্টি করার মাধ্যমে গবেষণায় নিজস্ব থিওরি তৈরি করতে সহায়ক হয়।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, একাডেমিকলি প্রফেশনালিজমের জন্য এ ধরনের ট্রেনিং অনেক কার্যকরী ভূমিকা পালন করবে। বিশ্ববিদ্যালয়েগুলোতে ট্রেনিংয়ের মাধ্যমে নতুন নতুন শিক্ষণ কৌশল শিখতে পারেন, যা শিক্ষার্থীদের জন্য শিক্ষাকে আরো কার্যকরী করে তুলতে পারে।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আনিসুর রহমান।
প্রোগ্রামের মডারেটর হিসেবে স্বাগত বক্তব্য দেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মেজবাহ-উল-আজম সওদাগর এবং সঞ্চালনা করেন উক্ত প্রোগ্রামের কো-অর্ডিনেটর আইকিউএসির সহকারী পরিচালক তাহসিনা ফারহান।