জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের তত্ত্বাবধানে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার চালু করা হয়েছে। মঙ্গলবার ভাষা শহিদ রফিক ভবনের নিচতলায় এ সেন্টারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
এসময় উপাচার্য বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় একটি অনাবাসিক বিশ্ববিদ্যালয়। নানান সমস্যার মধ্য দিয়ে আমাদের ছাত্রদের পড়াশোনা করতে হয়। শিক্ষার্থীদের কথা
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মুহাম্মদ আনোয়ার হোসেন। যেকোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, বর্তমান সময়ে ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব অনেক। দেশের অনেক বিশ্ববিদ্যালয়েই ফিজিওথেরাপি সেন্টার আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন স্থাপন হলো। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মিতা শবনমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক ডা. আলতাফ হোসেন সরকার।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ কে এম লুৎফর রহমান, প্রধান প্রকৌশলী মোঃ হেলাল উদ্দীন পাটোয়ারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দিনব্যাপী চিকিৎসা সেবা দেয়া হয়