বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রতি মঙ্গলবার অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আগামী ১ জুলাই থেকে আবার পুরোপুরি সশরীরে ক্লাস চালু হবে বিশ্ববিদ্যালয়ে। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতি সপ্তাহে একদিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরিবর্তন করে আগামী ১ জুলাই থেকে প্রতি মঙ্গলবার সশরীরে পুনরায় ক্লাস চালু হবে। তখন শিক্ষার্থী ও শিক্ষকদের পরিবহন সুবিধা চালু থাকবে।
জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড ইমদাদুল হক বলেন, অনলাইন ক্লাস থেকে আমরা সরে এসছি এটা ভালো বিষয়। আগে বাজেটের একটা বিষয় ছিলো সেটা পুরোপুরি সমাধান না হলেও আমরা সাশ্রয়ীভাবে সশরীরে ক্লাস চালানো ব্যবস্থা করছি।
প্রসঙ্গত, নির্দেশনা না মেনে অনলাইনে ক্লাস নেয়ায় ক্ষোভ প্রকাশ করছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবশেষে সপ্তাহে একদিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত থেকে সরে এসে পুরোপুরি সশরীরে ক্লাসে ফিরছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।