জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি শিক্ষার্থীদেরকে আগামী ১৫ নভেম্বর রাত ১১:৫৯ মিনিটের মধ্যে মাইগ্রেশন সংক্রান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি বলা হয়, যে সকল ছাত্র-ছাত্রী বিষয় বা বিশ্ববিদ্যালয় পরিবর্তন করতে চায় না, তাদেরকে জিএসটি ওয়েবসাইটে লগইন করে স্টপ অল মাইগ্রেশন সম্পন্ন করতে হবে।
এ ছাড়া যে সকল ছাত্র-ছাত্রী বর্তমানে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক নয় তাদেরকে জিএসটি লগইন করে স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন সম্পন করতে হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অপেক্ষাকৃত অধিকতর পছন্দের বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে স্টপ অল মাইগ্রেশন বা স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন সম্পন্ন না করলে তাদের বিষয় বা বিশ্ববিদ্যালয় পরিবর্তন হয়ে গেলে পরবর্তীতে কোনভাবেই পূর্বের বিষয় বা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসার সুযোগ থাকবে না। জিএসিটি ওয়েবসাইট লিংক https://gstadmission.ac.bd/