জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ফলভিত্তিক পাঠ্যক্রম ও মূল্যায়ন কৌশল সংশোধনে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) বাস্তবায়নের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে উপাচার্যের সম্মেলন কক্ষে ওই কর্মাশালা অনুষ্ঠিত হয়।
দুটি সেশনের মাধ্যমে অনুষ্ঠিত ওই কর্মশালায় টেকনিক্যাল সেশনে ফলভিত্তিক বা আউটকাম-বেজড এডুকেশন (ওবিই) পাঠ্যক্রম এবং মূল্যায়ন কৌশল সংশোধনে বিএনকিউএফ বাস্তবায়ন শীর্ষক উপস্থাপনা তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর বিভাগের অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান। এছাড়াও টেকনিক্যাল সেশনে বিশ্ববিদ্যালয়ে আইকিউএসির সমর্থনে ইউজিসি শীর্ষক উপস্থাপনা তুলে ধরেন ইউজিসির উপ-পরিচালক বিষ্ণু মল্লিক।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইকিউএসি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সরোয়ার আলম, জবি এআইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আইন-উল হুদা, ইউজিসির এসপিকিউএ বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকারসহ অনেকে।