দৈনিক শিক্ষাডটকম, জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভাষা শহীদ রফিকের ভাস্কর্য স্থাপনের দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ দাবি জানান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজি।
তিনি বলেন, ভাষা শহীদ রফিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তার নামে বিশ্ববিদ্যালয়ে একটি ভবনের নাম রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দাবি ভাষা শহীদ রফিকের একটি ভাস্কর্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হোক।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির চৌধুরী।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. বুশরা জামান।
এ সময় আরো বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান এবং শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিলো, নৃত্য পরিবেশনা এবং সংগীত বিভাগের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সংগীতানুষ্ঠান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৫২ খ্রিষ্টাব্দে ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ দাবিতে যে ক’জন ছাত্র নিজের বুকের তাজা রক্ত রাজপথে বিসর্জন দিয়েছিলেন, তাদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (তৎকালীন জগন্নাথ কলেজ) হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র রফিক উদ্দিন আহমদ ছিলেন অগ্রগামী।