সপ্তাহের প্রতি মঙ্গলবার অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধন্ত থেকে সরে এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১'লা অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে সব অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী প্রতি সপ্তাহের মঙ্গলবার একদিন অনলাইন ক্লাসের পরিবর্তে আগামী ১'লা অক্টোবর থেকে প্রতি মঙ্গলবার সশরীরে ক্লাস চালু হবে। ফলে পূর্বের মতো সপ্তাহে পাঁচ দিন সশরীরে ক্লাস-পরীক্ষা চলবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, যে প্রেক্ষিতে অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছিলো, তা এখন আর নেই। এজন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত বাতিল করে সশরীরে ক্লাস চালু করা হয়েছে।