দৈনিক শিক্ষাডটকম, জবি: চব্বিশটি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জিএসটি) ভর্তির জন্য গুচ্ছ পদ্ধতিতে ‘সি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটের স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে ২২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির হার ছিলো ৮৭ দশমিক ২৯ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া। দুইটি উপকেন্দ্রসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিকে শুক্রবার ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, সুষ্ঠুভাবেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা বলছেন প্রশ্নের মানও ভালো। আমরা দ্রুত ভর্তির প্রস্তুতি শুরু করতে চাই। গুচ্ছ ভর্তির কোর কমিটির আমিও একজন সদস্য। আমরা ক্লাস শুরু জুলাইয়ের ১ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু করতে চাই। শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, আকারে বড় অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ও সেটাই মনে করে।
জানা যায়, ২৪টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ‘সি’ ইউনিটে ৪০ হাজার ১১৬ জন আবেদন করেন। আর ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ‘সি’ ইউনিটভুক্ত শিক্ষার্থীদের জন্য ৩ হাজার ৬২৯টি আসন রয়েছে। জিএসটিভুক্ত ভর্তি পরীক্ষার আসন বিন্যাস, ফলসহ অন্যান্য সব তথ্য https://gstadmission.ac.bd -এই ওয়েবসাইটে পাওয়া যাবে।