দৈনিকশিক্ষাডটকম, জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘একাডেমিক ক্যারিয়ার প্ল্যানিং’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ প্রশিক্ষণ আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)।
অনুষ্ঠানে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. আইন-উল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন করেন আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সরোয়ার আলম এবং মডারেটর হিসেবে ছিলেন অতিরিক্ত পরিচালক ড. মো. রফিকুল ইসলাম। প্রশিক্ষণে টেকনিক্যাল সেশনে ‘একাডেমিক ক্যারিয়ার প্ল্যানিং’ শীর্ষক উপস্থাপনা করেন যুক্তরাষ্ট্রের মনমাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সোশ্যাল ওয়ার্কের অধ্যাপক ড. গোলাম এম মাতব্বর।
প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং আধুনিক ভাষা ইনস্টিটিউট-এর সহকারী অধ্যাপক ও প্রভাষকরা অংশগ্রহণ করেন।