দৈনিক শিক্ষাডটকম, জবি : স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে প্রথম স্থান অর্জন করায় এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক পুরস্কার পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছয় শিক্ষার্থী। সোমবার গণিত বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অ্যাওয়ার্ড প্রদান এবং স্নাতক পর্যায়ের নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে এ পুরষ্কার দেয়া হয়।
স্নাতক শ্রেণিতে পুরস্কার পাওয়া শিক্ষার্থীরা হলেন মোছা. ফারজানা পারভীন (১১ ব্যাচ), আয়েশা আক্তার (১২ ব্যাচ) ও সাদিয়া ইসলাম রুকাইয়া (১৩ ব্যাচ)। স্বর্ণপদক পুরষ্কারের পাশাপাশি নগদ অর্থ হিসেবে বিশ হাজার টাকা ও সনদ পেয়েছেন তারা। একই সাথে স্নাতকোত্তর শ্রেণিতে পুরষ্কার পাওয়া শিক্ষার্থীরা হলেন রনি আহমেদ (১০ ব্যাচ), বৃষ্টি সাহা (১১ ব্যাচ) ও আয়েশা আক্তার (১২ ব্যাচ)। স্বর্ণপদক পুরষ্কারের পাশাপাশি নগদ অর্থ হিসেবে ত্রিশ হাজার টাকা ও সনদ পেয়েছেন তারা।
অনুষ্ঠানে গণিত বিভাগের চেয়ারম্যান মো. শরিফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম. নুরুল আলম।
অনুষ্ঠানে গণিত বিভাগেত সহযোগী অধ্যাপক অধ্যাপক ড. বিষ্ণু পদ ঘোষের সঞ্চালনা স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক করেন অধ্যাপক ড. মোস্তাক আহমেদ। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।