দৈনিকশিক্ষাডটকম, জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জার্নাল অব সায়েন্সে প্রকাশের জন্য গবেষণা প্রবন্ধ আহ্বান করা হয়েছে। বিজ্ঞান অনুষদের ডিন ও জবির জার্নাল অব সাইন্সের প্রধান সম্পাদক অধ্যাপক ড. মো. শাহজাহান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের থেকে জগন্নাথ ইউনিভার্সিটি জার্নাল অব সায়েন্সেস (JnUJSci) এর ভলিউম ১১, ২০২৪ (সংখ্যা ১) প্রকাশিত হতে যাচ্ছে। জার্নালে আর্টিকেল প্রকাশের জন্য আর্টিকেলটির প্রিন্ট দুই কপি এবং সফট কপি [email protected] মেইলে ১৫ মার্চের মধ্যে বিজ্ঞান অনুষদের ডিন ও জবির জার্নাল অব সাইন্সের প্রধান সম্পাদক অধ্যাপক ড. মো. শাহজাহান বরাবর পাঠানোর জন্য বলা হয়েছে।
তবে নির্ধারিত তারিখের পরেও আর্টিকেল জমা দেয়া হলে জার্নালের এই ভলিউমে প্রকাশ সম্ভব না হলে তা পরবর্তী ভলিউমের জন্য প্রযোজ্য হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, এই জার্নালের আর্টিকেলগুলো BanglaJOL এর মাধ্যমে অনলাইনে সংরক্ষণ করা হয় এবং প্রকাশিত আর্টিকেলগুলো ডিওআই (DOI) নম্বরযুক্ত।
আর্টিকেলের অথরস্ ইন্সট্রাকশন নির্ধারিত ওয়েবসাইটে (https://jnu.ac.bd/journal/portal/web/science/submission_guidelines.jsp) পাওয়া যাবে।