জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসের পদত্যাগ ও বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারসহ মোট ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। সোমবার বাংলা বিভাগের সামনে এ বিক্ষোভ মিছিল করেন তারা।
বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস জুলাই বিপ্লবে সরাসরি ছাত্রদের বিপক্ষে অবস্থান নেন ও স্বৈরাচারী খুনির দোসর হয়ে বিভিন্ন কলাম লেখেন। তিনি শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি করেন ও ছাত্র আন্দোলন দমনে সর্বোচ্চ সচেষ্ট ছিলেন।
তাই বাংলা বিভাগের শিক্ষার্থীরা এ রকম একজন খুনির দোসর শিক্ষককে আর বিভাগে চায় না। অনতিবিলম্বে তার পদত্যাগ ও বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার চান তারা।
বাংলা বিভাগের শিক্ষার্থী হাসান সজীব বলেন, মিল্টন বিশ্বাস একজন খুনির দোসর। তাকে আমরা আমাদের বিভাগে চাই না। তিনি কখনো নিয়মিত ক্লাস নিতেন না ও বিভাগের শিক্ষার্থীদের বিভিন্নভাবে হেনস্তা করতেন।
বিভাগের নজরুল ইসলাম নামে আরেক শিক্ষার্থী বলেন, ছাত্র আন্দোলন দমন করার জন্য তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে অনেক কলাম লিখেছিলেন। তিনি স্বৈরাচারী খুনির একজন দালাল ছিলেন।
এ ছাড়া শিক্ষার্থীরা বাংলা বিভাগ সংস্কারের জন্য অন্যান্য দাবি তোলেন। সেখানে বিভাগের নানা সমস্যাগুলো তুলে ধরে তার দ্রুত সমাধান চান।