জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র-ছাত্রীদের বাসের আসন বা সিট দখল করা যাবে না নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শিক্ষার্থীদের বাসে কোনো কমিটি গঠন করা যাবে না বলেও নির্দেশনা দেয়া হয়েছে। উপাচার্যের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক গতকাল রোববার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বাসে বই, খাতা, ব্যাগ বা রুমাল রেখে কোন আসন দখল করা যাবে না। আগে আসলে আগে বসা সাপেক্ষে বাসে কোনো সিনিয়র-জুনিয়র হিসাবে বসা বা দাঁড়ানো যাবে না এবং ছাত্র-ছাত্রীদের বাসে কোন কমিটি গঠন করা যাবে না।
এছাড়াও ছাত্র ও ছাত্রীদের বসার জন্য আলাদা আলাদা নির্দেশনা দিয়ে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বহনকারী নিজস্ব সিলভার (রুপালী) রঙের সব একতলা বাসের সামনের দ্বিতীয় সারি হতে পঞ্চম সারি পর্যন্ত দুই পাসের সব আসন ছাত্রীদের জন্য বরাদ্দ থাকবে। অন্যান্য সব আসন ছাত্রদের জন্য বরাদ্দ থাকবে। বিআরটিসি থেকে ভাড়া করা লাল রঙের দ্বিতল বাসের নিচের তলায় ছাত্রীরা অবস্থান করবেন ও উপর তলায় ছাত্ররা অবস্থান করবে।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের বাসে 'শৃঙ্খলা কমিটি' নামে কমিটি গঠন করেন শিক্ষার্থীরা। যা নিয়ে বিভিন্ন সময় মতবিরোধ দেখা দেয় শিক্ষার্থীদের মধ্যে। ছাড়াও বাস বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে যাওয়ার আগেই আসন দখলের জন্য বই, খাতা, ব্যাগ বা রুমাল ব্যবহার করেন শিক্ষার্থীরা।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন।ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।