জবির মূল ফটকের সামনে তীব্র যানজট, ভোগান্তিতে পরীক্ষার্থীরা - দৈনিকশিক্ষা

জবির মূল ফটকের সামনে তীব্র যানজট, ভোগান্তিতে পরীক্ষার্থীরা

দৈনিক শিক্ষাডটকম, জবি |

দৈনিক শিক্ষাডটকম, জবি: গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরুর প্রথম দিন শনিবার (২৭ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মূল ফটকের সামনে তৈরি হয়েছে তীব্র যানজট। এদিন জবি কেন্দ্রে পৌঁছাতে মাত্রাতিরিক্ত যানজটের কারণে ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীরা। 

এদিন ছিলো ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এ ইউনিটের ভর্তি পরীক্ষা। সকাল ১০টা থেকে বাস, ট্রাক, লেগুনা ও রিকশার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয়ের সামনে এমন যানজটে পড়ে তীব্র সমালোচনা করছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।

সরেজমিনে দেখা যায়, সদরঘাট-বাংলাবাজার থেকে আসা গাড়িগুলো বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে দিয়ে অতিক্রম করছে। ফলে বিশ্ববিদ্যালয়ের মেনগেট ও তৃতীয় গেটের সামনে অসহনীয় যানজট তৈরি হয়। বাহাদুর শাহ পার্কের পাশে অবস্থান করা মিরপুর-গাজীপুরগামী বাসগুলোও যানজটে নতুন মাত্রা যোগ করে। ফলে বাহাদুর শাহ পার্ক ও কবি নজরুল কলেজের পাশ দিয়ে অবস্থান করা শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হিমশিম খেতে হয়। 

অভিভাবকরা অভিযোগ করে বলেন, সন্তানরা জ্যামের কারণে পরীক্ষার হলে ঢুকতে পারছে না। বাস ও রিকশাসহ অন্যান্য যানবাহন একেবারেই গেটের কাছে। ফলে একেবারে নাজেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। প্রচণ্ড গরমে এমনিতেই মানুষের এতো ভিড়, তার ওপর এই জ্যাম সত্যিই হতাশাজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া উচিত ছিল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা পুলিশকে জানিয়েছি। যেহেতু শিক্ষার্থীরা বাসগুলোতে আসে, তাই পুরোপুরি বন্ধ করে দেয়া যাচ্ছে না। আমি পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি। তারা ব্যবস্থা নিচ্ছে। প্রসঙ্গত, এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় পাঁচটি উপকেন্দ্রসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ছয়টি কেন্দ্রে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শিক্ষার্থীদের রাজাকার শ্লোগান লজ্জার: প্রধানমন্ত্রী - dainik shiksha শিক্ষার্থীদের রাজাকার শ্লোগান লজ্জার: প্রধানমন্ত্রী কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা স্থগিত - dainik shiksha কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা স্থগিত উপহার দিলেই এমপিওভুক্তি! - dainik shiksha উপহার দিলেই এমপিওভুক্তি! কোচিং বাণিজ্যে জড়িত পিএসসির আরো ৪ কর্মকর্তা-কর্মচারী - dainik shiksha কোচিং বাণিজ্যে জড়িত পিএসসির আরো ৪ কর্মকর্তা-কর্মচারী ঢাবির জরুরি বৈঠকে প্রভোস্ট কমিটির পাঁচ সিদ্ধান্ত - dainik shiksha ঢাবির জরুরি বৈঠকে প্রভোস্ট কমিটির পাঁচ সিদ্ধান্ত কোটার পক্ষে-বিপক্ষে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি কর্মসূচি আজ - dainik shiksha কোটার পক্ষে-বিপক্ষে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি কর্মসূচি আজ শিক্ষামন্ত্রী দেশে ফিরছেন আজ - dainik shiksha শিক্ষামন্ত্রী দেশে ফিরছেন আজ র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে - dainik shiksha র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.003040075302124